খবর৭১ঃ কিশোরগঞ্জে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। তিনি বলেন, কিশোরগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন। এজন্য করিমগঞ্জে বুধবার (নিজ নামে প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের অনুষ্ঠানে) যাচ্ছি। কিশোরগঞ্জ- করিমগঞ্জ মহাসড়কের পাশে জমির জন্য জায়গা দেখব।
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উপলক্ষে সোমবার বিকালে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন। তিনদিনের সরকারি সফরে কিশোরগঞ্জ এসে তিনি প্রথম দিন তার প্রিয় বিদ্যাপীঠ এবং ছাত্র রাজনীতির কর্মকাণ্ডের অম্লমধুর স্মৃতি বিজড়িত কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
খবর৭১/এসঃ