আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুলু মিয়া (৩৩) নামে জামায়াত কর্মী, উচ্ছেদ মামলার আসামী ২ ভাইসহ ৫ আসামীকে গ্রেপ্তার করেছে।
থানা সূত্রে জানা যায়, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৃথক অভিযান চালান। এতে নাশকতা মামলার আসামী জামায়াত কর্মী উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামের হোসেন আলীর পুত্র দুলু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এছাড়া বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাটের মামলায় মৃত ভুলকু শেখের পুত্র নুর আলম শেখ ওরফে ভুট্টু ও তার ছোট ভাই শাহ আলম শেখকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান বলেন- এছাড়া অন্যান্য মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে আরও ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।