বাগেরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক ও ক্যাব (কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ) বাগেরহাট ডিস্ট্রিক্ট কমিটির যৌথ আয়োজনে বাগেরহাটে নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনাতায়নে এ সভা অনুষ্ঠিত হয়। ক্যাব বাগেরহাট সভাপতি বাবুল সর্দার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,বাগেরহাট পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল,বাগেরহাট চেম্বার অফ কমার্স এর সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন,জেলা কৃষী কর্মকর্তা আফতাব উদ্দীন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।এছাড়া কলেজ ও বিদ্যালয়ের প্রধানগন, ক্যাব এর উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতীক প্রতিষ্ঠানের প্রতিনিধি,সাংবাদিকবৃ,সুশিল সমাজের প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর৭১/ইঃ