শায়েস্তাগঞ্জে কলেজ ছাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে ৪ মহিলা আটক

0
433

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে অভিনব কায়দায় কলেজ ছাত্রীর গলার চেইন ছিনতাইকালে চার ছিনতাইকারী ধরাশায়ী হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। আটকরা হল, বাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত চান মিয়ার কন্যা মনোয়ারা বেগম (২৮), একই গ্রামের হিরাই মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৩০), রাসেল মিয়ার স্ত্রী সামারুন নেছা (২৫) ও কুখ্যাত ডাকাত মনির মিয়ার স্ত্রীর রুবিনা আক্তার (২৮)। মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার ব্যবসায়ী বলরাম পালের স্ত্রী টমটমে আসার পথে ঐ চার ছিনতাইকারী তার গলা থেকে স্বণের চেইন নিয়ে চলে যাওয়ার সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আটক করে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। পরে ব্যবসায়ী বলরাম পাল বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় ছিনতাই মামলা করলে পুলিশ তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here