রাণীনগরে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধার আত্মহত্যা

0
582

সুকুমল কুমার প্রামানিক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেমা (৭৫) নামে এক বৃদ্ধা গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চকমুনু গ্রামে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। বুধবার সকালে রাণীনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ফাতেমা উপজেলার চকমুনু গ্রামের মৃত গিয়াস উদ্দিন মন্ডলের স্ত্রী।

জানা গেছে, ফাতেমা মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়ির সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। পরে তার পরিবারের লোকজন জানতে পেরে ফাতেমাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় তার মৃত্যু হয়।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ফাতেমার মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here