চলন্ত বাইকে ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ গেল একজনের

0
291

খবর৭১:ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান এলাকায় মর্মান্তিক এক ঘটনা ঘটল রবিবার রাতে। চলন্ত বাইকে ফেসবুক লাইভ করতে গিয়ে প্রাণ গেল একজনের। অপরজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে।
প্রিন্স জিশান নামের ওই যুবক এবং তাঁর বন্ধু ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ফেসবুক লাইভ করে বাইক চালাতে থাকে। ফেসবুক লাইভ থাকা অবস্থাতেই তারা একটি রেস্টুরেন্টে খাওয়াদাওয়াও করে। পরে আবারও বাইক চালানোর সময় ডাকবাংলো মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে দুজন।

বেপরোয়া ড্রাইভ করতে গিয়ে একটি ট্রাকে গিয়ে ধাক্কা মারে তাদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় জিশানের। গুরুতর আহত অবস্থায় তাঁর বন্ধু বাইক চালক সামিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পরিতাপের বিষয় হলো, দুর্ঘটনার সময় জিশান ও তাঁর বন্ধুর মাথায় কোনো হেলমেট ছিল না। ফেসবুকে লাইভে ব্যস্ত ও হেলমেট না পড়ে বাইক চালানোর জেরেই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুর্ঘটনার পরেই শোকের ছায়া জিশেনের পরিবারে। পুলিশ এবং সচেতন মানুষ বলছেন, হেলমেট থাকলে অন্তত প্রাণটা বাঁচতে পারত জিশানের। কিন্তু কে শোনে কার কথা!
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here