বিবারকে ভুলতে পারছেন না সেলেনা!

0
345

খবর৭১ঃ মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ এখন পর্যন্ত যে কজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাদের মধ্যে আবেগের জায়গায় সবচেয়ে জড়িয়ে আছে জাস্টিন বিবারের নাম। প্রায় ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন বিবার-সেলেনা।

এরমধ্যে কয়েকবার সম্পর্কের বিচ্ছেদ হয়ে আবারো জোড়া লেগেছে। কিন্তু শেষবার বিচ্ছেদের পর বিবার তার নতুন সঙ্গিনীর সাথে রয়েছেন। আর এদিকে কষ্টে রয়েছেন সেলেনা। বিবারের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলো মনে করেই এখন সময় পার করছেন তিনি। তার কাছের বন্ধুদের কাছ থেকে এমনটাই জানা যায়। কিছুতেই বিবারকে ভুলতে পারছেন না সেলেনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here