নড়াইলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক’র বিদায়

0
450

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল আরিফ এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমসহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার ফলে সরকার পদোন্নতির ব্যবস্থা রেখেছে। নিঃসন্দেহে কামরুল আরিফ তাঁর উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করতে সক্ষম হয়েছে। তিনি কামরুল আরিফের আরও উন্নতিও কামনা করেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, একজন সৎ ও নিষ্ঠাবান সরকারি কর্মকর্তা হিসেবে কামরুল আরিফের অনেক সুনাম রয়েছে। তাঁর সঠিক দিকনির্দেশনায় নড়াইল জেলার অনেক উন্নতি সাধন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here