মুসলিম বিশ্বের সমালোচনায় ইমরান খান

0
669

খবর৭১:পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে সিনেটে সোমবার প্রথমবারের মতো বক্তৃতা দিয়েছেন ইমরান খান। ওই বক্তৃতায় মুসলিম বিশ্বের সমালোচনা করেছেন তিনি।

ইমরান বলেছেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কোনো নীতি তৈরি করা হয়নি। এটি মুসলিম দেশগুলোর ব্যর্থতা। জাতিসংঘে বিষয়টি উত্থাপন করবেন বলে জানান তিনি।

ইমরান বলেন, আমি ভাবি না যে এতে খুব একটা পরিবর্তন আসবে।

এদিকে, নেদারল্যান্ডের মুসলিম বিদ্বেষী রাজনীতিবিদ গির্ট উইল্ডার্স তার পার্টি অফিসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গচিত্র তৈরির প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

ওই প্রসঙ্গে ইমরান খান বলেন, বিষয়টি ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-তে তুলবে পাকিস্তান সরকার।

তিনি জানান, ওই বিষয়ে মুসলিম দেশগুলোকে একটি সমন্বিত নীতি তৈরির আহবান জানাবে পাকিস্তান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here