নান্দাইলে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট আব্দুল হাইয়ের ব্যাপক গণসংযোগ

0
377

এবি সিদ্দিক খসরু নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিনিয়র আইনজীবি ডেপুটি এর্টনী জেনারেল এ্যাডভোকেট আব্দুল হাই সোমবার নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। তিনি ২০০৮সনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন। দলের স্বার্থে নৌকা হস্তান্তর করে আওয়ামীলগের ত্যাগী নেতা হিসাবে ভূমিকা পালন করে। তিনি নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা, ৫নং গাংগাইল, ৬নং রাজগাতী ও ৭নং মুশুলী ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রাম এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি জনগণের মাঝে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকার পক্ষে জনসমর্থন আদায় সহ আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান করেন। এসময় প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল আহম্মেদ, শরীফ উদ্দিন, সাবেক মেম্বার বিল্লাল হোসেন, আবুল বাশার বাবুল, মাহবুবুর রহমান মজনু সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন। মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট আব্দুল হাই সাংবাদিকদের জানান, “নান্দাইলে আওয়ামীলীগে বিভক্তি থাকায় আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করতে জনগণের মাঝ থেকে ব্যাপক সাড়াঁ পাওয়া যাচ্ছে বলে মনোনয়ন প্রাপ্তির বিষয়ে তিনি খুবই আশাবাদী। জনগণ নতুন মুখ চায়। তিনি আরো জানান, জননেত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন তিনি নিরলস ভাবে নৌকার পক্ষে কাজ করবেন। গণসংযোগ কালে তিনি আরও বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই তাই আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে”।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here