অদ্ভুত সব ডাকনাম এই টালিউড অভিনেত্রীদের

0
350

খবর৭১ঃটালিউড দাঁপিয়ে বেড়াচ্ছেন এসব নায়িকা। তাদের চেহারার মতো তাদের নামগুলোও সুন্দর। তবে এদের ডাকনামগুলো অদ্ভুত ধরনের।

গ্ল্যামারাস শুভশ্রীর ডাকনাম পুটাই। এ নামেই তার প্রিয়জনরা তাকে ডাকেন।

শ্রাবন্তীর ডাক নাম গিন্টু। তিনি নাকি পুতুলের মতো দেখতে ছিল। সে কারণে নায়িকার বাবা দিয়েছিলেন এই আদরের নাম।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাকনাম ভেবলি। এই নাম এখন অনেকেই জানেন। ফলে ব্যক্তিগত ও পেশাদার জীবনে অনেকেই তাকে এখন এ নামেই ডাকেন।

পাও। ঠিক এ নামেই নাকি পাওলিকে সম্বোধন করেন প্রিয়জনরা। তার ভালো নামকেই একটু ছোট করে নিয়ে তৈরি হয়েছে ডাকনাম।

চুমকি। ঋতুপর্ণা সেনগুপ্তাকে এ নামেই ডাকতেন তার বাবা।

অভিনেত্রী পায়েল সরকারের ডাকনাম পিউ। তিনি নিজেও এ নাম বেশ পছন্দ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here