ফারুক ইফতেখার সুমন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। গত শুক্রবার থেকে পৌর সদরের দলীয় অস্থায়ী কার্যালয়ে ওই বিতরণের কার্যক্রম শুরু হয়। রবিবার পর্যন্ত ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৮ হাজার শাড়ি লুঙ্গি বিতরণ করেন তিনি। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেস, পৌর বিএনপির সহ সভাপতি সালাহ্ উদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুন নবী, সাংগঠনিক তারেক আজিজ, উপজেলা ছাত্র দলের সহ সভাপতি আরমান শরিফ, সাধারণ সম্পাদক শাহিন ফরিদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল হক স্বপন, যুগ্ম সাধারন সম্পাদক তরিকুল ইসলাম সহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
খবর ৭১/ইঃ