৬৯ বছরে পা রাখলো আওয়ামী লীগ

0
1730

খবর৭১: আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। ৬৮ বছর পেরিয়ে ৬৯-এ পা রাখলো বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার স্বামীবাগের রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৪ সালের নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট পাকিস্তানের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছিল।

পরবর্তীতে পরিবেশ বিবেচনায় সংগঠনের নাম পাল্টে যায়। ১৯৫৫ সালে সব শ্রেণি, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার দল হয়ে নাম পাল্টে হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। ’৬২ সালে গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন, ’৬৬ সালের ৬-দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ।

’৭০-এর নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরও পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করলে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এদেশের জনগণকে সঙ্গে নিয়ে পাকিস্তানিদের এদেশ থেকে তাড়িয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উপহার দেয়।

স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করার ভেতর দিয়ে বাংলাদেশে প্রথম চক্রান্তের শিকার হয় আওয়ামী লীগ। তারপর ১৯৮১ সালে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। দ্বিধা-বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন তিনি। ১৯৯৬ সালে সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন।

২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘রূপকল্প ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান এবং ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘রূপকল্প ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১৮ সালের শেষ বা ২০১৯ সালের শুরুর দিকে নির্বাচনে জিতে ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে (৫০ বছর পূর্তি) মধ্যম আয়ের দেশ হওয়ার চ্যালেঞ্জই এখন আওয়ামী লীগের প্রধান লক্ষ্য।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here