যশোরের শার্শায় অর্ধশত পিস ভারতীয় জামদানী শাড়ি জব্দ

0
507

খবর৭১:জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল শিকড়ি মাঠ থেকে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৫৪০ পিচ জামদানী সিল্ক শাড়ী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৯ আগস্ট) রাত ২.৩০ মিনিটে বেনাপোলে শিকড়ি সীমান্তের একটি মাঠ থেকে শাড়ীর চালানটি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান বিজিবি সদস্যরা।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে একদল চোরাচালানী বিপুল পরিমান ভারতীয় শাড়ী পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে। এমন সংবাদে বেনাপোল আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল শিকড়ী মাঠ এলাকায় অবস্হান নেয়। এ সময় সেখান থেকে পরিত্যাক্ত প্যাকেট ভর্তি শাড়িড় চালান জব্দ করে। ঘটনাস্হল থেকে প্যাকেট গুলো তল্লাশি করে ৫৪০ পিচ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।

জব্দকৃত শাড়িড় চালানটি বেনাপোল কাষ্টমসসের আটক শাখায় জমা করা হবে বলে তিনি জানান।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here