বেনাপোলের কাগজপুকুর হতে অস্ত্র ও গুলিসহ আটক – ০১

0
319

জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ বেনাপোলের কাগজপুকুর থেকে ০২ টি এয়ার পিস্তল এবং ১শ রাউন্ড গুলিসহ ০১ জনকে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টহল দল।
বিজিবি সুত্রে জানা গেছে, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম জানান গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট ২০১৮ তারিখ রাত ৮ ঘটিকায় বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে কর্মরত সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে কাগজ পুকুর নামক স্থানে একটি তল্লাশী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বেনাপোল হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ঘ-১৫-২১০৭) তল্লাশী করে ব্যাগের ভিতর হতে ০২ টি এয়ার পিস্তল এবং ১০০ রাউন্ড গুলিসহ ০১ জন আসামী আটক করা হয়।

আটককৃত আসামী মোঃ রিয়াত হোসেন (৩৭), পিতা-মৃত অলি আহম্মেদ, গ্রাম-বদরখালী, ডাক-বদরখালী, থানা-গোয়ালখালী, জেলা-চট্টগ্রাম। উদ্ধারকৃত পিস্তল এবং গুলিসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here