নয় দফা দাবিতে নোবিপ্রবির ভবনগুলোতে তালাঃ উপাচার্য অবরুদ্ধ

0
301

খবর ৭১ঃ
আজ বৃহস্পতিবার নয় দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করছে শিক্ষার্থীরা।সকাল ৯.০০ টায় উপাচার্য তার দপ্তরে প্রবেশ করার পরপরই উপাচার্যের দপ্তরসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তালা মেরে দেয় শিক্ষার্থীরা।
গত ৭ আগস্ট একই দাবিতে প্রশাসনিক ও একাডেমিক সহ সকল ভবনে তালা মারা হয়েছিল।
শিক্ষার্থীবান্ধব প্রশাসন ও ছাত্র-ছাত্রীদের জন্য শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ৯দফা দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের নয় দফা দাবিগুলো হলো- আবাসিক সমস্যার স্থায়ী সমাধান, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান, পূর্বের ব্যাকলগ প্রথা পুনর্বহাল, মানোন্নয়ন পরীক্ষার নূন্যতম জিপিএ ২.৫ করা, ব্যাকলগ ও ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি (প্রবেশপত্রসহ) ৩০০ টাকা করা, বিএনসিসি ও রোবার স্কাউটের জন্য বাৎসরিক ফি বাতিল করা, স্নাতকের সকল ক্রেডিট পূরণের জন্য ১৪ সেমিস্টার সুযোগ দেওয়া, অসুস্থ শিক্ষার্থীদের জন্য সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা এবং আবাসিক হলগুলোতে ডাইনিংয়ে ভর্তুকি প্রদান করা।

শিক্ষার্থীদের এ আন্দোলন সম্পর্কে শাখা ছাত্রলীগের কাছে জানতে চাওয়া হলে তারা জানান আমরা শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করি। এবং তাদের যে কোন যৌক্তিক দাবিতে আমরা তাদের পাশে আছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here