আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বিক্রিকালে ৯৫টি ইয়াবা ট্যাবলেটসহ আয়নাল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, রবিবার রাতে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম এলাকা থেকে আয়নালকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আয়নাল হক পার্শ্ববর্তী তরফ মহদী গ্রামের মৃত কাশেম সরকারের পুত্র। এব্যাপারে সাদুল্যাপুর থানায় একটি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আদালতে আরো ২টি মামলা বিচারাধীন রয়েছে।
খবর ৭১/এসঃ