সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

0
585

খবর৭১:সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিএইউএসটি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকাল (সোমবার) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বন্ধের ঘোষণা দেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের জরুরী বিশেষ সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অনিবার্য কারণবশতঃ ৭ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ করে সকল শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন স্বাক্ষরিক নোটিশ প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল সোমবার রাত ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আব্বাস উদ্দিন হল ও ছাত্রীদের বীর প্রতীক তারামন বিবি হলে অবস্থানরত শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। এদিকে গত রবিবার থেকে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের হল ত্যাগের পর কিভাবে নিজ নিজ বাড়িতে পৌঁছবেন তা নিয়ে চরম অনিশ্চতার মধ্যে পড়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বি. এস. সি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অধ্যয়নরত ও আব্বাস উদ্দিন আহমেদ হলের আবাসিক এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার বাবার চাকরি সূত্রে আমাদের পরিবার গাইবান্ধায় থাকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিক আমাদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। রাত ১০ টার মধ্যে আমাদের হল ছেড়ে চলে যেতে বলা হবে। শুনেছি রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। আমি এখন কিভাবে বাবা-মায়ের কাছে পৌঁছব সেই দুশ্চিন্তায় পড়েছি। আর সৈয়দপুরে আমার তেমন কোন নিকটাত্মীয়-স্বজনও নেই যে তাদের বাসায় গিয়ে উঠব। এ অবস্থায় আমি কি করব ভেবেচিন্তে কুল পাচ্ছিনা। ওই শিক্ষার্থীর মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের অবস্থা দাঁড়িয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here