খবর ৭১ঃ ৩৮-এ পা দিলেন তরুণ প্রজন্মের কবি, লেখক, গবেষক ও সাংবাদিক আখতার-উজ-জামান। ১৯৮১ইং সালের এই দিনে চাঁদপুরের ফরিদগঞ্জ কলাবাগান ভিলা (বর্তমান কলাবাগান বাজার কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা প্রয়াত শিক্ষাবিদ, সমাজ সেবক মুহাম্মদ কলিম উল্লাহ মিয়াজি ও মরহুম ফিরোজা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ৮ সহোদরের মধ্যে আখতার-উজ-জামান বিশিষ্ট সমাজ সেবক, সংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ফরিদ আহমেদ রিপন, সময় টিভির স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক নুরুন্নবী নোমান, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমান উল্লাহ আমান এবং সমাজসেবক আহসান হাবীবের ৭ম ভাই। সম-সাময়িকী নিয়ে তাঁর লেখা বিভিন্ন পত্র-পত্রিকার উপ-সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আখতার-উজ-জামান দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার ইংলিশ ডেস্কে কর্মরত রয়েছেন। এছাড়াও গণমাধ্যম এই গণমাধ্যমকর্মী দৈনিক আমার সংবাদের সিনিয়র সাব-এডিটর এবং ওয়েব পোর্টাল বিডিখবর টোয়েন্টি ডট কমের নির্বাহী সম্পাদক হিসেবে খন্ডকালীন দায়িত্ব পালন করছেন। ৩৭তম জন্মদিনে তরুণ কলামিস্ট আখতার-উজ-জামানের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবি কামনা করছেন তাঁর শুভানুধ্যায়ীরা।