লালমনিরহাটে সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

0
332

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাটঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোলাম হোসেন (৫৮) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার (৩১ জুলাই) সকালে নিজ শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত সার ব্যবসায়ী গোলাম হোসেন উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সীমান্ত সিনেমা হল মার্কেটের সার ব্যবসায়ী ছিলেন।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) বাদল কুমার জানান, প্রতিদিনের ন্যায় বাজার শেষ করে দুই মানসিক প্রতিবন্ধি ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েন ব্যবসায়ী গোলাম হোসেন। রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে গলাসহ শরীরের বেশ কিছু স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সকালে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পায়। এ ঘটনায় সন্দেহ জনক আশরাফুল নামে একজনকে আটক করে জিজ্ঞসাবাদ করছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনে আসা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, পুর্ব শত্রুতা, প্রতিবন্ধি ছেলেসহ সব বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here