খবর৭১:মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ সীমান্তের চোরাচালান রোধসহ মাদক প্রতিরোধে জনগনকে এগিয়ে আসতে হবে। জনগন সচেতন না হলে সীমান্তের মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ বিজিবি’র একার পক্ষে নির্মূল করা সম্ভভ নয় বলে মন্তব্য করেছেন ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্ণেল আনিসুল হক।
২৮ জুলাই শনিবার দিনাজপুরের বিরামপুর সীমান্তে অপরাধ, চোরাচালান, মাদক প্রতিরোধে এলাকার শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের জনসাধারণদের নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাউদপুর সীমান্ত ফাঁড়ির আয়োজনে শনিবার বিকেলে উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী দাউদপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় এই সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায় লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, উক্ত মাদ্রাসার সুপার মোঃ শাহাদৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র, বিজিবি’র দাউদপুর ক্যাম্প কমান্ডার রজনী কান্ত সরকার, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্নস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
খবর৭১/জি: