খবর৭১:হাবিবুর রহমান নাসির, ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ
ছাতকে ট্রাকের ধাক্কায় মুজাম্মেল হোসেন(৪৫) নিহত ও চালকসহ ১০ ফোরষ্ট্রোক ও অটো রিক্সা যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুজাম্মেল হোসেন ছাতক সদর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আহত ক’জনের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের ধাক্কায় ফোরষ্ট্রোকসহ আরো দুটি অটো রিক্সা দুমড়ে-মুচড়ে হয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদা ব্রীজ সংলগ্ন দিঘলী-চাকলপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জগামী একটি দ্রুত গতির ট্রাক(নং-ঢাকা মেট্রো-ট ১৩-০৭৫৯) গোবিন্দগঞ্জ সাদা ব্রীজের পাশে দাঁড়ানো যাত্রীবাহী ফোরষ্ট্রোককে ধাক্কা দিলে চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। ফোরষ্ট্রোক যাত্রী নওরিন(১৭), নাফি(০৭), জাকারিয়া(২০)সহ অন্যান্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেপরোয়া গতির এ ট্রাকটি ফোরষ্ট্রোককে ধাক্কা দেয়ার আগে সড়কে চলাচলরত আরো দুটি ব্যাটারী চালিত যাত্রীবাহী অটো রিক্সাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। ট্রাকের ধাক্কায় অটো রিক্সা যাত্রী মুজাম্মেল হোসেন, নাছরিন বেগম ও চালক জুবায়ের আহত হয়। আহত অটো রিক্সা যাত্রী মুজাম্মেল হোসেনকে সিলেট নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। দূর্ঘটনা কবলিত ট্রাকটি স্থানীয় লোকজন আটক করেছে।
খবর৭১/জি: