বিএনপিকে ক্ষমতাসীনরা নির্বাচনের বাইরে রাখতে চায়: নজরুল

0
346

খবর ৭১ঃবিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপিকে জাতীয় নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে সরকার। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। হামলা মামলা আর আসন ভাগাভাগি করে নেয়ার সেই ৫ জানুয়ারির নির্বাচন আর আসবে না। ওই চেষ্টা কেউ করলে তারা ব্যর্থ হবেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

‘আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদ ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সংগঠনটির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহতথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here