মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

0
348

খবর ৭১ঃন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা অধ্যাপক মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার রাজধানীর বারিধারায় একটি বেসরকারি হাসপাতালে অধ্যাপক মোজাফফরকে দেখতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের মোজাফফর আহমদের মেয়ে আইভী ও ন্যাপের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মোজাফফর আহমদের চিকিৎসার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানান।

এছাড়াও হাসপাতালে মোজাফফর আহমদের চিকিৎসার বিল পরিশোধ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগতে থাকা অধ্যাপক মোজাফফর আহমেদ গত কয়েক দিন ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here