বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে সেচ্ছাসেবক লীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

0
429

খবর ৭১ঃশেখ কাজিম উদ্দিন, বেনাপোল  প্রতিনিধি: বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বেনাপোল পৌর আওয়ামী সেচ্ছাসেবকলীগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি জুলফিকার আলী মন্টু। প্রধান অতিথি হিসেবে কেক কেটে আলোচনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে মিলেমিশে একযোগে নৌকার পক্ষে প্রচার প্রচারণা করার আহবান জানান। বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর ও সাধারণ সম্পাদক আলহাজ নাসির উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আশরাফুল আলম উজ্জল, লাভলু, আবুল হাসেম, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন রিমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here