ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ সম্পুর্ন বানোয়াট ও মিথ্যা এমনটি জানিয়েছেন ঐ ইউপির চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল। শনিবার রাতে ওই ইনিয়নের কচুবাড়ি কৃস্টপুর এলাকায় এমন ঘটানার খবর পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃস্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে তোলপাড় সৃস্টি হয়। স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে সালান্দর ইউনিয়নের চেয়ারম্যান বলেন,আমি সম্মেলনের মিটিং নিয়ে ব্যাস্ত ছিলাম। একটি কুচক্রী মহল আমার নামে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এ বিষয়ে সদর থানার এস আই আহমদউল্লাহ জানান, চেয়ারম্যানকে মেয়েসহ আটক করা হয়েছে এমন খবর পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে আসি। তবে কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কেউ যদি আমাদের কাছে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।