খবর৭১ঃ
নারায়ণগঞ্জে মাদক মামলার রায়ে মফিজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায়ে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা আসামি অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম কদমতলী থানার রায়েরবাগ এলাকার আরশাদ ভূঁইয়ার ছেল।
এ মামলা থেকে জসিম উদ্দিন নামে এক ব্যক্তি খালাস পেয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ বলেন, এ মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করা হয়। অপর আসামি জসিম উদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২ জুলাই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জ থেকে পুলিশ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছিল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।