ঝালকাঠিতে প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি; গৃহকর্তা খুন

0
613
ঝালকাঠির রাজাপুরে প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা

খবর৭১ঃ

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঐ দম্পত্তি ছাড়া অন্য কেউ ছিল না। নিহতের দুই ছেলে সৌদী প্রবাসী। প্রত্যক্ষদর্শী আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় সময় ৮/১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙ্গে বিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হকের বুকে ডাকাতদল পা দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পরে। লিলু বেগমকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তান্ডব চালিয়ে নগদ টাকা,সোনার গহনাসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে একটি সাবল ও কাঁথাপ্যাচানো একটি এলিডি টিভি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশে পিবিআই, ডিবি, সিআইডিসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে কাজ করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here