খবর৭১ঃ
রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে প্রবাসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঐ দম্পত্তি ছাড়া অন্য কেউ ছিল না। নিহতের দুই ছেলে সৌদী প্রবাসী। প্রত্যক্ষদর্শী আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টায় সময় ৮/১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙ্গে বিতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তা আব্দুল হকের বুকে ডাকাতদল পা দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পরে। লিলু বেগমকে দেশীও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তান্ডব চালিয়ে নগদ টাকা,সোনার গহনাসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশ থেকে একটি সাবল ও কাঁথাপ্যাচানো একটি এলিডি টিভি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশে পিবিআই, ডিবি, সিআইডিসহ বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে কাজ করছেন।