খবর৭১ঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলওয়ে স্টেশনের পাশে ইসলামাবাদ এলাকার বডড়ছড়া সেতু ভেঙে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রোববার রাত পৌনে ১২টায় দুর্ঘটনায় পড়ে।
এ ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
সোমবার রেল বিভাগের কর্মীরা দিনভর উদ্ধার ও মেরামত শেষে ওই ব্রিজ ও রেল লাইনটি ব্যবহারের উপযোগী করতে পারায় রাত ৮টার দিকে ওই রেলপথ দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
ট্রায়াল ট্রেন ওই পথ ও ব্রিজ দিয়ে চলাচল করার পর রাত সাড়ে ৮টার দিকে সিলেটের সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়।
এ বিষয়টি নিশ্চিত করেন রেলপথ বিভাগীয় প্রকৌশলী আহসান জাবিদ।