খবর ৭১: ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) ভোট গ্রহণ চলছে। জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। আগামি দুই বছরের জন্য সাংবাদিকরা তাদের নেতা নির্বাচন করবেন। গনি-শহিদ পরিষদ ও বাকের-খুরশীদ পরিষদ ছাড়াও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করছে। ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রায় ১৬০০ সাংবাদিক ভোটার রয়েছে। সাংবাদিকদের আজকের নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জাতীয় প্রেসক্লাবে। নির্বাচন শেষে আজ রাতে ফল ঘোষণা করা হবে।