শাহজাদপুরে শিক্ষাবিদ প্রফেসর ড. মযহারুল ইসলামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

0
560

 

মোঃ জহির রায়হান, সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
মৃত্যুর মাঝে ঢাকা আছে যে অন্তহীন প্রান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে যিনি ছিলেন আজীবন বিশ্বাসী সেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফোকলোর বিদ, কবি, গবেষক, এবং বাংলা একাডেমির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর ড. মযহারুল ইসলামের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলায় আজ শোক ও স্মরন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতু-যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ভিসি খালেকুজ্জামান, প্রফেসর মযহারুল ইসলামের মেয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, শাহজাদপুর আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন ও সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সার্বিক তত্বাবধানে এবং উপজেলা আওয়ামী লীগ ও স্মৃতি পরিষদের নেতাদের সহযোগিতায় স্মরণ সভার কাজ শুরু হয়। বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুরের শক্তিপুরস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণ ‘নূরজাহান’ বেলা সাড়ে ১১টায় মন্ত্রী উপস্থিত হন।

খবর ৭১/ ই: