ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানু, সাধারন সম্পাদক হিমেল

0
432

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাংবাদিকদের জাতীয় নেটওয়ার্ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আওতায় ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন হয়েছে। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি ) সকালে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষণাকৃত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের কমিটিতে দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানুকে সভাপতি ও রাইজিংবিডির মঈনুদ্দীন তালুকদার হিমেলকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্যের নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের এর নতুন কমিটিতে অন্যান্য নির্বাহী সদস্যরা হলেন, সহ-সভাপতিঃনবীন হাসান(ডিবিসি নিউজ),সহ-সভাপতিঃ হাসান বাপ্পি(খোলা কাগজ),যুগ্ম সাধারণ সম্পাদকঃ শিশির মজুমদার সাদ্দাম(দৈনিক আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদকঃ মামুনুর রশিদ( বাংলা টিভি), অর্থ বিষয়ক সম্পাদকঃ সোহেল রানা (newsbangla24), দপ্তর সম্পাদকঃ জাহিদ হাসান মিলু(দৈনিক ঊষার বাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদকঃআবু বক্কর সিদ্দিক,(আমাদের নতুন সময়),আইন বিষয়ক সম্পাদকঃ রুবাইয়া সুলতানা বাণী,(দৈনিক ইনকেলাব),ক্রীড়া সম্পাদকঃ আবু সালেহ(দৈনিক আনন্দ বাজার),সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদকঃ শারমিন হাসান(এশিয়ান টেলিভিশন),তথ্য ও গবেষণা সম্পাদকঃ তাহা রহমান (আনন্দ টিভি), কার্যকরী সদস্য ১ঃ শাহ মোঃ নাজমুল ইসলাম (দৈনিক সময়ের আলো) কার্যকরী সদস্য ২ঃ মোঃ শামসুজ্জোহা (দৈনিক সমকাল) কার্যকরী সদস্য ৩ঃ তারেক হাসান (দৈনিক ভোরের ডাক) কার্যকরী সদস্য ৪ঃ মাহাবুব আলম রুবেল(The daily Muslim times) ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মঈনুদ্দীন তালুকদার হিমেল বলেন, বিএমএসএফ সাংবাদিকদের একটি জাতীয় নেটওয়ার্ক। প্রায় প্রতিটি জেলায় এই সংগঠনের সদস্য রয়েছে। ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন থেকে আহ্বায়ক কমিটি দেওয়া ছিলো। যা এবার পূর্ণাঙ্গ রুপ পেয়েছে। এমন একটি প্লাটফর্মে কাজ করার সুযোগ পাওয়াটা বেশ আনন্দের। নবগঠিত ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর হাসান তানু বলেন,ঠাকুরগাঁও সহ সারা দেশের মূলধারার সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলার একটি প্লাটফর্ম হিসেবেই আমরা কাজ করবো। আমরা সংবাদকর্মীদের সমস্যা নিয়ে দেশব্যাপী ঐক্যমতের কণ্ঠস্বর হতে চাই। এই জেলায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহযোগী সংগঠন হিসেবেই কাজ করবে সাংবাদিক ফোরাম। ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য লুৎফর রহমান মিঠু বলেন,মফস্বলে বা মাঠপর্যায়ে কাজকরা সংবাদকর্মীরা বেশ সমস্যার শিকার %E