সম্প্রচার বন্ধ থাকার পর আবারও চালু হলো দুরন্ত টিভি

0
1291

খবর৭১ঃ সম্প্রচার বন্ধ থাকার পর আবারও চালু হলো দুরন্ত টিভি। বনানীর এফ আর টাওয়ারের আগুন লাগার ঘটনায় শিশুদের এই টেলিভিশন চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে। এফ আর টাওয়ারের পাশের ভবন আহমেদ টাওয়ারেই দুরন্ত টিভির কার্যালয়।
এদিকে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণার পর আজ বিকেল থেকে শুরু হয়েছে দুরন্ত টিভির সম্প্রচার।
দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার দেশ রূপান্তরকে বলেন, ‘এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় গতকাল থেকে দুরন্ত টিভির সম্প্রচার বন্ধ ছিল। আজ বিকেল সাড়ে ৩টা থেকে সম্প্রচার শুরু হয়েছে।
দুরন্ত টিভির অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার আরও বলেন, ‘দুরন্ত টিভিতে কর্মরত সবাই ভালো আছেন। আমাদের কেউ হতাহত হননি।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here