খবর৭১ঃ নীতিতে অনড় থেকে সুষ্ঠু কর্মচর্চার মধ্য দিয়েই কীর্তিমান সাংবাদিক শাহ আলমগীরের মতো মানুষের প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনরা।
শুক্রবার (২২ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে শাহ আলমগীরের স্বজন, বন্ধু ছাড়াও দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্মরণ করেন।
তারা বলেন, শাহ আলমগীর ছিলেন সাংবাদিকদের অভিভাবক। পিআইবির মহাপরিচালক থাকা অবস্থায় তিনি সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সহকর্মীদের যে কোনো সংকটে পাশে দাঁড়াতেন সবসময়।
খবর৭১ /জি