খবর ৭১ঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। সুনামগঞ্জ জেলায় এ বছর এইচএসসি পরীক্ষায় ১৩ হাজার ৪০১ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে পাশ করেছে ৮ হাজার ৬০৩ জন। ফেল করেছে ৪ হাজার ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২২ জন।
এ বছর জেলায় মোট পাশের হার ৬৪ দশমিক ২০ শতাংশ। ছেলে পরীক্ষার্থী অংশ নিয়েছে ৬ হাজার ৭৮ জন। তার মধ্যে পাশ করেছে ৩ হাজার ৩৩৫ জন। ছেলেদের মোট পাশের হার ৬১ দশমিক ৪৫ শতাংশ। মেয়েরা অংশ নিয়েছে ৮ হাজার ৩২৩ জন। তাদের মধ্যে পাশ করেছে ৪ হাজার ৮৬৮ জন। মেয়েদের পাশের হার ৬৬ দশমিক ৪৮ শতাংশ।
সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবীর আহমদ ফলাফলের এ তথ্য জনান।
খবর ৭১/ইঃ