বি এন পির ডাকা সমাবেশে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ

0
509

খবর৭১:চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তি এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে ডাকা সমাবেশে মৌখিক অনুমতি দিয়েছে পুলিশ। আগামীকাল শুক্রবার (২০ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

রিজভী জানান, বৃহস্পতিবার সকালে বিএনপির একটি প্রতিনিধি দল পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধি দলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

তিনি বলেন, সমাবেশের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আর এ কর্মসূচি সফল করতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে নির্দেশনা দেয়া হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here