হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধি :
‘সবার জন্য শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ প্রতিপাদ্য বিষয়কে সামন রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানসম্মত শিক্ষা বাস্তবায়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে উপজেলা ওয়ারী ওই মা সমাবেশের আয়োজন করে দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার রফিকুল হাসান ও দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল হান্নান ছোট। সমাবেশে উপজেলার ১১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫’শ মা উপস্থিত ছিলেন।
সমাবেশে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। মাযেরাই পারে তাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করতে। মায়েদেরকে খেয়াল রাখতে হবে সন্ধার পর ছেলে মেয়েরা যাতে পড়ার টেবিলে বসে সে ব্যাপারে মায়েদের সজাগ দৃষ্ঠি রাখতে হবে। ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।