পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
340

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। বক্তব্য রাখেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এমএনএস মামুন সিদ্দিকী, সহকারি মৎস্য কর্মকর্তা এসএম শহিদল্লহ, সম্প্রসার কর্মকর্তা তানভীর আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ।
সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগ ও লোনাপানি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ মৎস্যখাতে সরকারের অর্জন তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here