মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের মাধবপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুরে উপজেলার ছাতিয়াইন গ্রামের একটি পরিত্যক্ত একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।নিহত মারুফ উপজেলার ছাতিয়াইন গ্রামের মানিক মিয়ার ছেলে।মাধবপুর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান জানান, মারুফ মিয়া দুই তিনদিন আগে বাড়ি থেকে বেড়িয়ে আসে। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি তাকে আর পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এখনই মৃত্যুর সঠিক কারণ জানা যাচ্ছে না। পুলিশ এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়াও ময়না তদন্তের রিপোর্ট পেলেই বুঝা যাবে সে কিভাবে মারা গেছে।
খবর ৭১/ইঃ