পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
332

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় র‌্যালি, কেককাটা, আলোচনা সভা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে রোববার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে ও সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন এবং সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ’লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম শাহাদাৎ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ রবিউল ইসলাম, আজহার আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মফস্বল সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা মোস্তফা কামাল জাহাঙ্গীর, শিক্ষক ইমরুল ইসলাম, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মোজাহার আলী, মিনারুল ইসলাম সানা, মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রশান্ত মন্ডল, উত্তম নন্দী। বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা জিএম মিজানুর রহমান, জিএ গফুর, হাফিজুর রহমান রিন্টু, সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, øেহেন্দু বিকাশ, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, আব্দুর রাজ্জাক বুলি, ইমদাদুল হক, আমিনুল ইসলাম বজলু, এএইচএম শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ও ফোরামের সদস্যবৃন্দকে শুভেচ্ছা স্বারক হিসেবে ক্রেস্ট ও মগ প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের তালিকা প্রণয়ন সহ বিএমএসএফ-এর ১৪ দফা দাবী দ্রুত বাস্তবায়ন এবং দৈনিক খুলনা ল পত্রিকার সম্পাদকের নামে দায়ের কৃত হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here