খবর৭১ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তির নাম নুরু ডাকাত। গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের পুরন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাতে সড়কে গাছ ফেলে ডাকাতি করা হচ্ছে—এমন খবর পেয়ে পুলিশের দুটি দল সেখানে যায়। ডাকাতরা পুলিশ লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে নুরু ডাকাত ঘটনাস্থলে নিহত হন।
এসআই কামাল আরো জানান, ঘটনাস্থলে একটি গুলিভর্তি শাটার গানসহ দুটি হাতবোমা ও গাছ কাটার করাত পাওয়া গেছে।