দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিরুল ইসলাম বকুলকে তালোড়া পৌরবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকালে তালোড়া রেলস্টেশন চত্বরে এ গণসংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা তালোড়া চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি সুভাষ প্রসাদ কানুর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং গণসংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, কাহালু উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ, আদমদীঘি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ প্রাং, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী, ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টু, গণসংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আব্দুল হাই খন্দকার, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান আমিন প্রমুখ। এসময় তালোড়া পৌর ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার সর্বশ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।