খালেদা জিয়ার পুনর্বিবেচনার আদেশ বৃহস্পতিবার

0
282

খবর৭১ঃ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করার আবেদনের আদেশ আগামী বৃহস্পতিবার (১২ জুলাই)।

সোমবার (৯ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও কায়সার কামাল। রাষ্ট্রেরপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

ব্যারিস্টার কায়সার কমাল জানিয়েছেন, ‘গত ২৫ জুন আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। আজ শুনানি গ্রহণ শেষে আদালত এ দিন ধার্য করেছেন।’

এর আগে গত ১৬ মে আপিল বিভাগ এক আদেশে ৩১ জুলাইয়ের মধ্যে এই আপিল নিষ্পত্তি করতে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে খালেদা জিয়ার পক্ষে গত ২৫ জুন আবেদন জানানো হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here