খবর৭১:গতকাল বাহামায় বান্ধবী হাইলে বল্ডউইন এর সাথে এনগেজড হন তারকা সংগীতশিল্পী জাস্টিন বিবার।
দুজন প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বাহামার রিসোর্টে যখন অভ্যাগতরা সালশা চন্দে নাচছিলেন তখন ২৪ বছর বয়সী শিল্পীর নিরাপত্তায় নিয়োজিতরা সবার সেলফোন সরিয়ে রাখতে বলেন। এর পর সবার সামনেই সুপার মডেল ও টিভি সেলিব্রিটি হাইলে বল্ডউইনকে প্রস্তাব দেন বিবার।
পিপল সাময়িকীর একটি প্রতিবেদনে প্রকাশ, এ সময় জাস্টিনকে দারুণ সুখী দেখাচ্ছিল।
বিষয়টি নিয়ে জাস্টিন বিবারের বাবা জেরেমি বিবারও বেজায় খুশি। তিনি আজ সকালে একটি ইনস্টাগ্রাম পোস্টে জাস্টিনের ছবি শেয়ার করে লেখেন, খুব বেশি কিছু বলার নেই। এর পরের ঘটনার জন্য খুব এক্সইটেড।
খবর৭১/জি: