সৌদি আরবে জঙ্গি হামলায় বাংলাদেশি নিহত

0
522

খবর৭১: সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদহ এলাকার একটি চেক পয়েন্টে জঙ্গি হামলা চালানো হয়েছে। হামলায় সৌদি আরবের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বাংলাদেশি নিহত হয়েছেন।

রবিবার (৮ জুলাই) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিকেল পৌনে ৪টায় ওই চেক পয়েন্টে তিন জঙ্গি হামলা চালায়। হামলায় সৌদি নিরাপত্তা অফিসার সুলাইমান আবদুল আজিজ আল আবদালিতফ নিহত হন। এছাড়া একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে নিহত বাংলাদেশির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

সংবাদমাধ্যটি জানায়, জঙ্গি হামলার সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়ে। এসময় গোলাগুলিতে তিন জঙ্গির মধ্যে দু’জন মারা যায়। অপর একজন আহত হয়েছে। সৌদি আরবের নিরাপত্তা বাহিনী বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

সূত্র: আরবনিউজ, প্রেসটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here