:জাতীয় পার্টির চেয়ারম্যান পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন:হুসেইন মুহম্মদ এরশাদ

0
498

খবর৭১:জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর গিয়েছেন। জানা গেছে, নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছেন।

আজ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমান (বিজি- ০০৮৪)-এর একটি ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ শফিকুল ইসলাম সেন্টু।

আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় দেশে ফেরার কথা রয়েছে তার।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here