খবর৭১:জম্মু-কাশ্মিরের বান্দিপোরা এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারী হাজিন এলাকার শাহগুন্দ গ্রামের বাসিন্দা। রবিবার (৮ জুলাই) রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। তার স্বামী আব্দুল মজিদ দার স্থানীয় পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-এর কর্মী। জম্মু-কাশ্মির পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবরটি জানিয়েছে।
রবিবার (৮ জুলাই) রাতে দুর্বৃত্তরা পিডি আব্দুল মজিদ দারের বাড়িতে হামলা চালায়। তাকে অপহরণের চেষ্টা চালায় তারা। দারের স্ত্রী শাকিলা বেগম শাকিলা বেগম দুর্বৃত্তদের বাধা দেওয়ার চেষ্টা করলে তার গলা কেটে দেয় তারা। গুরুতর আহত অবস্থায় শ্রীনগর হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।
খবর৭১/জি: