চৌগাছায় চাল বোঝায় কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ডোবায়

0
485

মুকুরুল ইসলাম মিন্টু ,স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় এবার চাল বোঝায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে ডোবায় উল্টে গেছ। শুক্রবার সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও কাভার্ড ভানে থাকা প্রায় ৭ লাখ টাকার চাল পানিতে সম্পূর্ণ ভিজে গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার বিশিষ্ঠ চাল ব্যবসায়ী আব্দুর রশিদ বিশ্বাস শুক্রবার চৌগাছার ডিভাইন গ্রুপের অটোরাইচ মিল থেকে ৪শ ২০ বস্তা বাসমতি চাল ক্রয় করে তা রাজধানী ঢাকায় নেয়ার প্রস্তুতি নেয়। সন্ধ্যার পরপরই তিনি একটি কাভার্ড ভ্যান যার নং ঢাকা মেট্রো-ড-২০-১০৮৩ সমুদয় চাল ভর্তি করে ঢাকার উদ্যেশ্যে রওনা দেয়। পথিমধ্যে কয়ারপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকা ট্রাককে সাইড দিতে যেয়ে কাভার্ড ভ্যানটি সড়কের পাশে ডোবার মধ্যে উল্টে যায়। মুহুর্তের মধ্যে কাভার্ড ভ্যানে রাখা সমুদয় চাল পানিতে ভিজে যায়। ভিজ যাওয়া চালের আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে ব্যবসায়ী আব্দুর রশিদ জানিয়েছেন। শনিবার ভিজে যাওয়া চাল কাভার্ড ভ্যানের ভিতর থেকে বের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনার কবলে পড়া কাভার্ড ভ্যানটি ডোবা থেকে সড়কে তোলার কাজ চলছিল।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here