রাশিয়ায় ‘রক্ত–বৃষ্টি’

0
419

খবর ৭১: হঠাৎ শুরু হল বৃষ্টি। কিন্তু বৃষ্টির পানির রং লাল! তাহলে কী রক্ত, নাকি অন্য কিছু। এ হলো ‘ব্লাড রেইন’।

সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়া প্রদেশের শিল্পশহর নরিলস্ক সাক্ষী থাকল এমনই ‘ব্লাড রেইন’ বা ‘রক্ত–বৃষ্টি’র। সোশ্যাল মিডিয়ায় কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। অনেকে আবার বৃষ্টির সময়ের ভিডিও তুলে তা পোস্ট করেন ইনস্টাগ্রামে। কিন্তু কেন এরকম বৃষ্টি হল?

নানান তর্ক–বিতর্কের পর অবশেষে জানা গেল সত্যিটা। আসলে এই ঘটনার জন্য দায়ী নরনিকেল নামে একটি কারখানা। নরনিকেলের কর্মকর্তারা জানান, বাতাসে মিশে থাকা আয়রন অক্সাইডের ধূলিকণার সঙ্গে বৃষ্টির পানি মিশেই ওই লাল রং তৈরি হয়েছে।

কিন্তু কীভাবে বাতাসে এলো তা? কর্মকর্তারা জানান, সম্প্রতি তাদের কারখানায় মেঝে এবং ছাদে মেরামতির কাজ চলছে। সেখান থেকে যে রাবিশ তৈরি হচ্ছিল তা এক জায়গায় জমা রাখা ছিল। কিন্তু কোনওভাবে সেটি ঢাকতে ভুলে যান কর্মচারীরা। পরে ঝোড়ো হাওয়ার কারণে তা বাতাসে মিশে যায়। আর বাতাসে ভাসতে থাকা ওই ধুলোর কারণেই এই ‘রক্ত–বৃষ্টি’ হয়েছে।

এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যমগুলি এই নিয়ে রসিকতা করতেও ছাড়েনি। অনেকেই লিখেছেন, রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের দুরন্ত পারফরম্যান্সের কারণেই এই ‘ব্লাড রেইন’ হয়েছে।

তাদের ধারণা, যেহেতু হ্যারি কেনদের জার্সির রং–ও লাল, তাই এই বৃষ্টির পানিও একই রং ধারণ করেছে। তাই লাল বৃষ্টিতে বিশ্ব লাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here